রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, ‘নুরুল হক এখন মৃত; জীবদ্দশায় তার কাজের জবাবদিহি একমাত্র আল্লাহর কাছে। কিন্তু একজন মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া মানবিক ও ধর্মীয় মূল্যবোধের চরম লঙ্ঘন। ইসলামও এ ধরনের কাজ অনুমোদন করে না।’
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা দরকার ছিলো।’
জামায়াতে ইসলামী এই ঘটনার সঙ্গে দলের নাম জড়ানোর প্রচেষ্টাকেও"দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করে বলেছে, তারা একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে।
বিবৃতির শেষে জামায়াত সমাজে অশান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:








