রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২০

শেয়ার

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন অপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।

বক্তব্যে তিনি বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্য সাধারণ জনগণের সেবা করা এবং দেশের উন্নয়নে কাজ করা। প্রতিষ্ঠাবার্ষিকী এমন একটি সময়, যা আমাদের সংগ্রাম ও অঙ্গীকারকে নতুন উদ্দীপনা যোগায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানাই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম, জেলা বিএনপির সদস্য হায়াত উদ্দিন, শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক আহসান কবির টুটুল, যুগ্ম আহ্বায়ক একে আজগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার আহ্বান জানান।

সভায় নেতারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে আন্দোলন করে আসছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বক্তারা দলকে ঐক্যবদ্ধ করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।



banner close
banner close