সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন, মাদকমুক্ত ও তারুণ্যনির্ভর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তিনি কাজ করতে চান।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে কাজ করছে এবং তরুণ সমাজের নৈতিক মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তিনি বলেন, অতীতে বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয়েছিল। তরুণরাই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করেছে।
শুক্রবার কান্দাপাড়া (চরনবীপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন ভূঁইয়া, ইউনিয়ন আমীর সাইদুল ইসলাম মোতাহার, জামায়াত নেতা মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা আশরাফুল ইসলামসহ স্থানীয় যুবনেতারা।
সমাবেশে প্রায় বারো শতাধিক দায়িত্বপ্রাপ্ত কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অধ্যক্ষ আলী আলম চৌহালি ও বেলকুচির অবকাঠামোগত উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে সবার সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
আরও পড়ুন:








