রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২৫

শেয়ার

দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় মাসের অসুস্থতা কাটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আবারও জনসম্মুখে এসেছেন। শুক্রবার সকালে রাজধানীর কাফরুলে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখেন এবং সুস্থভাবে ফিরে আসার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর জনসমক্ষে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ না চাইলে আজ এখানে দাঁড়িয়ে মানুষের কল্যাণে কথা বলার সুযোগ পেতাম না।’ তিনি আরও জানান, অসুস্থতার সময় তার হৃদ্‌যন্ত্রে সমস্যা ধরা পড়ে এবং একটি মেডিকেল বোর্ড তার বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। তবে তিনি নিজ দেশেই চিকিৎসা গ্রহণে দৃঢ় ছিলেন।

নিজের অসুস্থতা সম্পর্কে তিনি বলেন, গত ১৯ জুলাই ঢাকায় একটি সমাবেশ চলাকালে তিনি মঞ্চেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তার হৃদ্‌যন্ত্রে ব্লক রয়েছে। চিকিৎসকরা সিঙ্গাপুর, ব্যাংকক কিংবা আমেরিকায় চিকিৎসার পরামর্শ দিলেও তিনি বাংলাদেশেই থেকে চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘আল্লাহ যদি বিদেশে সুস্থ করতে পারেন, তবে তিনি বাংলাদেশেও তা পারেন। সুস্থতা একমাত্র আল্লাহর হাতে।’

জামায়াত আমির আরও জানান, বর্তমান সময়ে জাতিকে সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দেয়া তার দায়িত্ব। এ দায়িত্ব পালনে তিনি আল্লাহর সাহায্য চেয়েছেন এবং সেই তৌফিক আল্লাহ দিয়েছেন বলে তিনি মনে করেন।

প্রসঙ্গত, অসুস্থতার পর তার সুস্থ হয়ে ফিরে আসায় জামায়াতের অভ্যন্তরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। দলের নেতারা মনে করছেন, চ্যালেঞ্জিং সময়ে দলের শীর্ষ নেতার মাঠে সক্রিয় উপস্থিতি কর্মী-সমর্থকদের মনোবল বাড়াবে।



banner close
banner close