সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে চিংকু আমিরুলের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, পুকুর দখল ও মাছ লুটের অভিযোগ প্রকাশিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
রবিবার ১৩ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে অভিযোগের খবর প্রকাশের পর দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে তৎপরতা শুরু হয়। দলীয় নেতাকর্মীরা বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চালান। অভিযোগ রয়েছে, কেউ কেউ সংবাদমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করারও উদ্যোগ নেন।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যেহেতু অভিযোগগুলো গুরুতর, তাই সুষ্ঠু তদন্ত করা জরুরি।
রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ পূর্বপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য নজরুল ইসলাম গত ১৩ এপ্রিল সলঙ্গা থানা, উল্লাপাড়া উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। তিনি জানান, ১২ এপ্রিল আমিরুল ইসলামসহ কয়েকজন তাদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা নেন। অভিযোগের ভিত্তিতে ২৭ মার্চ সেনাবাহিনী উল্লাপাড়া ক্যাম্পে আমিরুলকে ডেকে নেয়।
তবে আমিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে।
এদিকে স্থানীয় সাধারণ মানুষ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী অভিযোগ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে যেনো কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
আরও পড়ুন:








