রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করবে বিএনপি: এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫২

শেয়ার

তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করবে বিএনপি: এমরান সালেহ প্রিন্স
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের প্রতিচ্ছবি। তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বদ্ধপরিকর। বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যারা পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্টরাই এখন গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এই বাধা অতিক্রম করবে এবং নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবে। এটাই আমাদের ইমানী দায়িত্ব।’

তিনি আরও জানান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সমাজবিরোধীদের বিএনপিতে ঠাঁই হবে না। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রিন্স বলেন, ‘বিএনপি এবং জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানতাঁদের রাজনীতি জনকল্যাণের জন্য নিবেদিত। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি, নিজেদের জন্য নয়। এজন্যই বারবার বিএনপিকে জনগণ ভালোবেসেছে।’

তিনি জানান, ৪৭ বছরের ইতিহাসে বিএনপি নানা প্রতিকূলতা ও হামলা-মামলা মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাসহ, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর নির্যাতনের মধ্য দিয়েও বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির। এতে পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।



banner close
banner close