রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চেয়ে এনসিপি নেতার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৫

শেয়ার

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চেয়ে এনসিপি নেতার আবেদন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর লালবাগ জোনের নেতা হোসাইন মোহাম্মদ আনোয়ার বাংলাদেশ জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনে হোসাইন মোহাম্মদ আনোয়ার উল্লেখ করেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং মুক্ত নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয় পার্টি রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করা, গণতন্ত্রবিরোধী কার্যকলাপ পরিচালনা, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহারে জড়িত থাকা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপক সমালোচিত।

তিনি আরও জানান, জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের মূলধারাকে ক্ষুন্ন করেছে এবং বারংবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে, এমন রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৭ বছরের দু:শাসনের কারণে ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই আন্দোলনের পর বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। অথচ জাতীয় পার্টি সর্বদা ফ্যাসিবাদ মাফিয়া হাসিনার সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সাপোর্ট প্রদান করেছে।

সুতরাং, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখার স্বার্থে, হোসাইন মোহাম্মদ আনোয়ার নির্বাচন কমিশনের কাছে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ ঘোষণার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।



banner close
banner close