রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০১

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৪

শেয়ার

অস্ট্রেলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিক্টোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাস তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক মো: রহমত উল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল রব। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফেজ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস, বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক, বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী মৃধা, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন ও সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান।

বক্তব্যে অতিথিরা আসন্ন দিনগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রবাসে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন আরিফ খান, তৌহিদ পাটোয়ারী, আশিক মালিক বিপুল, রাশিদুল আমিনসহ স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।



banner close
banner close