রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ০৫:২৯

আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ ০৫:৩৪

শেয়ার

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
আহত নুরের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নুরুল হকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নুরের দ্রুত আরোগ্য কামনা করে তার জন্য দোয়ার আহ্বান জানান বিএনপি নেত্রী।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের একটি মিছিল জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



banner close
banner close