রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জি এম কাদেরের বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৯:১৮

শেয়ার

জি এম কাদেরের বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার দুপুরের পর থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরে তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ।

জিএম কাদেরের বাসার সামনে অবস্থানরত পুলিশ কর্মকর্তারা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। এ সময় আরও বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হন।

এই ঘটনার পরপরই ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সঙ্গে হামলাকারীদের শাস্তি, জাপা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হয়। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে জি এম কাদের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।



banner close
banner close