রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ০৮:৫৭

শেয়ার

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ ১৬ বছর রক্ত দিয়ে সংগ্রাম করেছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থন পেলে বিএনপি গুম প্রতিরোধে আইন প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে ইতিবাচক মনোভাব রাখার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।



banner close
banner close