রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ০৮:৫১

শেয়ার

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান।

সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে তিনি রাত আটটায় হাসপাতালে পৌঁছান। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে রাত ১১টায় হাসপাতাল থেকে রওনা দিয়ে ১১টা ৪৩ মিনিটে বাসায় ফেরেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেয়া হয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার চিকিৎসা চলমান।



banner close
banner close