রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আমির হোসেন আমুর ব্যাক্তিগত সহকারী আজাদ গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:০০

আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:০৪

শেয়ার

আমির হোসেন আমুর ব্যাক্তিগত সহকারী আজাদ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদক ওরফে আমু আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।

আটককৃত আজাদ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত হারুন তালুকদারের ছেলে।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজাদকে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা। তিনি জানান, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে আজাদের বিরুদ্ধে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ২০১৪ সালে ঝলকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী হওয়ার পর থেকেই আমুর প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন।



banner close
banner close