রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রুমিন ফারহানার বিরুদ্ধে হামলার অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ২২:৪২

শেয়ার

রুমিন ফারহানার বিরুদ্ধে হামলার অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন
ছবি বাংলা এডিশন। এনসিপির সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের শুনানিকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানার অনুসারীরা তার ওপর হামলা চালায়।

মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুনানিকালে রুমিন ফারহানা তার দিকে তেড়ে আসেন এবং অনুসারীদের ইঙ্গিত দিলে কিল-ঘুষি ও লাথি মারা হয়। এতে তার দুই সহযোগী গুরুতর আহত হন।

আতাউল্লাহ দাবি করেন, ঘটনার সিসিটিভি ফুটেজ কমিশনের কাছে রয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে ভিডিও বিকৃত করে তাকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা তিনি “ভিত্তিহীন” বলে উল্লেখ করেন।

এ সময় তিনি রুমিন ফারহানার টকশোতে দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিএনপি প্রার্থী এনসিপি নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছেন—এ অভিযোগ ‘কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের খসড়ায় বিজয়নগরের তিনটি ইউনিয়ন সরাইল–আশুগঞ্জের সঙ্গে একীভূত করা হয়েছে, যার বিরোধিতা করে এনসিপি নেতারা আন্দোলন করছেন।



banner close
banner close