রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যুক্তরাষ্ট্রে কনস্যুলেট অফিসে হামলার ঘটনায় এনসিপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৫:১৯

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৬:০২

শেয়ার

যুক্তরাষ্ট্রে কনস্যুলেট অফিসে হামলার ঘটনায় এনসিপির নিন্দা
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংগঠনটি এক বিবৃতিতে দাবি করেছে, ২৫ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা হামলার চেষ্টা চালায় এবং অফিসে ভাঙচুর করে। এই ঘটনাকে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে।

এনসিপির বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ শুধু জুলাই গণহত্যা অস্বীকারেই ক্ষান্ত হয়নি, বরং আন্তর্জাতিক পরিসরেও তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে তারা পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা এবং জুলাই অভ্যুত্থান নিয়ে টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রচারণাকে অপপ্রয়াস ও চক্রান্ত বলে আখ্যায়িত করে।

এনসিপি হামলার ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আহ্বান জানায়।

তারা অভিযোগ করেছে, ঘটনার একদিন পেরিয়ে গেলেও সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি বা রাষ্ট্রীয় পদক্ষেপ দেখা যায়নি, যা উদ্বেগজনক।



banner close
banner close