রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বিজয়নগরে এনসিপির বিক্ষোভ, রুমিন ফারহানাকে গ্রেপ্তারে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ২০:৩৭

শেয়ার

বিজয়নগরে এনসিপির বিক্ষোভ, রুমিন ফারহানাকে গ্রেপ্তারে আল্টিমেটাম
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত আসন বিন্যাসের শুনানিকালে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরাইল-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনার প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

দুপুর ১২টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এনসিপি কর্মী-সমর্থকরা। এসময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনে শুনানিকালে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালান রুমিন ফারহানার অনুসারীরা। এ ঘটনায় রুমিন ফারহানাকে অবিলম্বে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা মো. আতাউল্লাহ, উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী মো. আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রান্টু সরকার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান।

মো. আতাউল্লাহ বলেন, আমাকে নির্বাচন কমিশনের শুনানিতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি, বরং ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিজয়নগরের জনগণ জানে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের ম্যানেজ করা যায় না। রুমিন ফারহানা রাতের আঁধারে তিনটি ইউনিয়ন সরিয়ে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন। অথচ আমরা দশটি ইউনিয়নকে ঐক্যবদ্ধ রাখতে চাই।

সমাবেশে অংশগ্রহণকারীরা তিন দিনের আল্টিমেটাম দেন। এসময়ের মধ্যে রুমিন ফারহানাকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।



banner close
banner close