বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ জীবনের নিরাপত্তা এবং রাজনৈতিক অধিকার ফিরে পাবে।
শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে, আর তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হয়নি।’
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিএনপি ছাড়া জনগণের কোনো নিরাপত্তা নেই। বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ফিরবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।’
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে নদীশাসন, কৃষি সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। পাশাপাশি রাজবাড়ীকে একটি আধুনিক জেলায় রূপান্তর করা হবে।’
সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে খৈয়ম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১৪শ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতারা, যুবদল, মহিলা দল, ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা সবাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
আরও পড়ুন:








