সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শেরপুরের নকলায় এনসিপির ১৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ, উপজেলা কমিটি প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৪:৩৫

শেয়ার

শেরপুরের নকলায় এনসিপির ১৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ, উপজেলা কমিটি প্রত্যাখ্যান
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত সদ্যঘোষিত উপজেলা সমন্বয় কমিটিকে প্রত্যাখ্যান করে একযোগে পদত্যাগ করেছেন দলের ১৫ জন নেতাকর্মী। মঙ্গলবার রাতে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা লিখিতভাবে পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সদস্য। তাদের অভিযোগ, সদ্যঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এ ছাড়া দলের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করায় তারা আত্মমর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন।

সদস্যরা হলেন- দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘নকলার কমিটিতে যাদের নেতৃত্বে রাখা হয়েছে, তারা বিতর্কিত। হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। আমরা কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির জানান, ‘বিষয়টি ফেসবুকে দেখেছি, বিভাগীয় কমিটিও জানে। জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তির মাধ্যমে হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যের নকলা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।



banner close
banner close