সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পৃথক দুই মামলায় গ্রেপ্তার আতিক-পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৩:৪৮

শেয়ার

পৃথক দুই মামলায় গ্রেপ্তার আতিক-পলক
ছবি: সংগৃহীত

রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলনকেন্দ্রিক দুই পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ-উর রহমানের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আতিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুরে ‘বৈষম্য বিরোধী আন্দোলন’ চলাকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ইসতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং ২৯ অক্টোবর মামলাটি দায়ের করেন।

অন্যদিকে, জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই গাবতলী এলাকায় চাঁদ উদ্যানের পাশে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ট্রাকচালক মো. হোসেন। নিহতের মা রীনা বেগম এ ঘটনায় ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।



banner close
banner close