সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রবাসী ভোটার নিবন্ধনে ২১ দিনের ঘোষণা, অনলাইন প্ল্যাটফর্ম এখনো বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১৩:৫০

শেয়ার

প্রবাসী ভোটার নিবন্ধনে ২১ দিনের ঘোষণা, অনলাইন প্ল্যাটফর্ম এখনো বন্ধ
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৭ আগস্ট রবিবার আয়োজিত জাতীয় নাগরিক পার্টি, ডায়াস্পোরা অ্যালায়েন্সের এক জরুরি সংবাদ সম্মেলনে প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয় যে, মাত্র ২১ দিনের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য কার্যকর কোনো অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়নি, যা পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। এ ছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী এবং ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ।

সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে জাতীয় নাগরিক পার্টি, ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফ্রান্স প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন চৌধুরী মোহাম্মাদ ইফতেশাম, মনোয়ার হোসাইন, ফরমান উল্লাহ , মুহাম্মদ শাহপরান আহম্মেদ শাকিল ও ইশতিয়াক আকিব।



banner close
banner close