সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন ৬০ কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জয় ক্ষমতার অপব্যবহার করে ৫৭ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন করেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এমনকি তার নামে যুক্তরাষ্ট্রে দুইটি বাড়ির সন্ধানও পাওয়া। যার মূল্য বাংলাদশি টাকায় ৫৪ কোটি টাকারও বেশি।
এ ছাড়া, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী চাওয়া হয়েছে বলেও জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
আরও পড়ুন:








