বাংলাদেশ থেকে প্রায় দশ হাজার মাইল দূরে লন্ডন থেকে দেশের প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অভিভাবক তারেক রহমান। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকায় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতৃবৃন্দকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে, যারা তালিকা সংগ্রহ করে পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছেন। তথ্যটি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে আয়োজিত চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
রিজভী আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা চাকরিতে বৈষম্য কমানোর জন্য আন্দোলন করেছে, তবে শেখ হাসিনাকে উৎখাতের মূল আন্দোলন বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর ধরে চালিয়ে আসছে।
এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “আপনার কথার সূর ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী আচরণের সমান। আপনি অনেক যৌক্তিক ও বিশ্লেষণধর্মী বক্তব্য দিতে পারতেন, কিন্তু তা করেননি।”
অনুষ্ঠানটি ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক অসহায় পরিবারের সদস্যকে অটোরিকশা প্রদান করা হয়। এছাড়াও বিরল রোগে আক্রান্ত একজন ও জুলাই আন্দোলনে আহত এক যোদ্ধাকে অর্থ সহায়তা তুলে দেন অতিথিরা।
আরও পড়ুন:








