রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জুলাই আন্দোলন ছিল গণঅভ্যুত্থান বিপ্লব নয়: নূরুল হক নূর

জবি প্রতিবেদক:

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ২০:২৩

শেয়ার

জুলাই আন্দোলন ছিল গণঅভ্যুত্থান বিপ্লব নয়: নূরুল হক নূর
ছবি বাংলা এডিশন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, “জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি একটি গণঅভ্যুত্থান।”

বুধবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লবে জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নূরুল হক নূর বলেন, “পুরো রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ায় জনগণ সরকার পতনের জন্য রাজপথে নেমেছিল। এই অভ্যুত্থানের পর অন্যান্য দেশের মতো দ্রুত উন্নয়ন হয়নি, তবে হতাশ হওয়ার কিছু নেই।”

তিনি আরও বলেন, “কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকলে অপরাজনীতি ফিরে আসে। ছাত্র সংসদ মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তিক ও সৃজনশীল রাজনীতির ক্ষেত্র। এই মূল্যায়নের জন্যই আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম।”

নূরুল হক নূর বলেন, “গত ১৬ বছরে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা ছিল না। মানুষ মনে করেছে, যে লাউ সেই কদু। কিন্তু আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাষ্ট্র জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং প্রত্যেক নাগরিকের সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা জবির ২০ জন নারী শিক্ষার্থীকে ‘জুলাই অগ্নিকন্যা সম্মাননা’ প্রদান করা হয়। এছাড়া শতাধিক নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

অ কে এম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. রইস উদ্দিন ও অধ্যাপক ড. নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ, শাখা বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।



banner close
banner close