রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও ওয়ান-ইলেভেন সৃষ্টি হতে পারে: খাইরুল কবির খোকন

মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৯:৪৭

শেয়ার

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও ওয়ান-ইলেভেন সৃষ্টি হতে পারে: খাইরুল কবির খোকন
ছবি বাংলা এডিশন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা হারালে দেশে আবারও ‘ওয়ান-ইলেভেন’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ওয়ান-ইলেভেনের অভিজ্ঞতা আমরা ২০০৭ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে দেখেছি। তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে তিনতলা থেকে ফেলে হাড় ভাঙা হয়েছিল। দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলে আবারও এমন ঘটনা ঘটতে পারে।”

বুধবার (১৩ আগস্ট) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাইরুল কবির খোকন আরও বলেন, “বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত এনসিপির নেতারা সরকারে না থেকেও নানা সুযোগ-সুবিধা পাচ্ছে। তারা প্রটোকল পাচ্ছে, ডিসি, এসপি ও ওসি অফিসে গিয়ে সুবিধা নিচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য, ফাইভ-স্টার হোটেলসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তারা বলছে, সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। অথচ বিএনপি গত ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করে আসছে। অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি কখনও নিরাপদ নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং সঞ্চালনা করেন মাদারীপুর জেলা সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্যপ্রধান সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।



banner close
banner close