রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৮:০৩

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৮:০৬

শেয়ার

‘চীনের দুঃখ হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী’
ছবি সংগৃহীত

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, আমরা একটি প্রবাদ বাক্য জানিচীনের দুঃখ হোয়াংহো নদী। আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না মর্মে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে বুধবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় রাজবাড়ী-২ আসনে নির্বাচনী গণসংযোগ ও এক পথসভায় অংশ নেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন।

নাসীরুদ্দীন পাটওয়ারী কখন কী বলেন উল্লেখ করে (এনডিএম) মহাসচিব বলেন, ‘আমাদের অনেক ছোট তিনি। তাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে চাই, ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে, সেখানে যদি তিনি দয়া করে যান। আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই।

এনডিএম আরও মহাসচিব বলেন, ‘আমরা যারা জাতীয়তাবাদী শক্তি রয়েছি, আমরা বিশ্বাস করি, আমরা যদি সজাগ থাকি তাহলে কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না। আমরা বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার বা প্রতিহত করার কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।

বিএনপি-এনডিএম একসঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার গঠনে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশাবাদী, এখানে হয়তো আমরা জোটগতভাবে নির্বাচন করতে পারব। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। যদি ষড়যন্ত্রের আভাস পাই আমরা সজাগ আছি ও রাজপথে থাকব, পিছপা হবো না। এ সময় তিনি পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ সংসদীয় আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীর নতুন বাজার পৌঁছালে দলীয় নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।



banner close
banner close