রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৩:১৩

শেয়ার

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

চোখের ফলোআপ চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চোখের ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককে যাচ্ছেন। বুধবার সকালে তারা একটি ফ্লাইটে রওনা হবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি খুব দ্রুত আবারও দেশে ফিরে আসবেন।’

এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সহধর্মিণী রাহাত আরা বেগমসহ ব্যাংকক যান মির্জা ফখরুল। ব্যাংককের রুটনিন আই হাসপাতালে পরদিন ১৪ মে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের বেশি সময় বিশ্রামে ছিলেন তখন। এরপর চোখের চিকিৎসা শেষে গত ৭ জুন দেশে ফেরেন তারা।



banner close
banner close