রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি

সিলেট প্রতিনিধি:

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ০৬:৪৩

আপডেট: ১২ আগস্ট, ২০২৫ ০৭:০১

শেয়ার

চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি
ছবি সংগৃহীত

চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (১১ আগস্ট) দলীয় কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযোগ যাচাই-বাছাই শেষে সাহাব উদ্দিনের সব দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তাঁর স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।

সাহাব উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, পাথর কোয়ারির জমি ভাড়া দিয়ে অর্থ উপার্জনসহ নানা অভিযোগ ছিল। ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশের সরকারি ২৭৫ একর উন্মুক্ত জমির অর্ধেকের বেশি তাঁর দখলে থাকার অভিযোগ উঠে, যা তিনি পাথর ভাঙার মেশিন মালিকদের কাছে ভাড়া দিয়ে বিপুল অর্থ আয় করতেন বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্টও ভোলাগঞ্জের ১০ নম্বর সাইট এলাকায় শতাধিক সরকারি জমি দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দলের হাইকমান্ডের নজরে আসে।

এর আগে, গত ১৮ মার্চ সিলেট জেলা বিএনপি তাঁকে শোকজ নোটিশ দেয়। জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত নোটিশে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও তিনি গ্রহণযোগ্য জবাব দিতে ব্যর্থ হন।

দলীয় নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই সাহাব উদ্দিনকে অব্যাহতি দিয়ে হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।



banner close
banner close