রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ক্ষমতায় নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচন চাই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১৮:৪০

শেয়ার

ক্ষমতায় নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচন চাই: টুকু
ছবি সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমি ক্ষমতার জন্য নির্বাচন চাই না, ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। তিনি জোর দিয়ে বলেন, এই রাষ্ট্রের মালিক দেশের জনগণ, আর নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদের জনগণের ভাষা বুঝতে হবে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এইসব বলেন তিনি।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, যোগ করেন তিনি।

টুকু আরও বলেন, আগের দিনে টাঙ্গাইল ছিল সন্ত্রাসীদের দখলে। অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের দোসররা আবারও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ-এর আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে অনুষ্ঠিত এই মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম।

অনুষ্ঠানে ৪ জন সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০ জন অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।



banner close
banner close