রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মহিপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা রেজভী সাময়িক বহিষ্কার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৮:৫৪

শেয়ার

মহিপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা রেজভী সাময়িক বহিষ্কার
ছবি সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন রেজভীকে সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (১০ আগস্ট) মহিপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতাদেশে থানা ছাত্রদলের আহ্বায়ক মো. তানজিল আলম ও সদস্য সচিব মো. রেজাউল ইসলাম রেজা স্বাক্ষর করেছেন।

অভিযোগ প্রসঙ্গে রেজভী দাবি করেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আমি সর্বদা দলের নির্দেশনা মেনে কাজ করেছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”

অন্যদিকে আহ্বায়ক তানজিল আলম জানান, “রেজভীর বিরুদ্ধে সংগঠনবিরোধী একাধিক অভিযোগের পুঙ্খানুপুঙ্খ প্রমাণ হাতে এসেছে। শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংগঠনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”



banner close
banner close