গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি মসজিদ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।
রোববার (১০ আগস্ট) দুপুরে তিনি শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর পূর্ব চাপড়া জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে অংশ নেন এবং এটিকে ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেন।
পরে তিনি উত্তর শ্রীপুর মধ্য চাপড়া বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেন এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন। মসজিদের কিছু সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন তিনি।
শেষে বড়ুয়ার হাট বাজার জামে মসজিদ পরিদর্শনকালে স্থানীয় মুসল্লি ও সাবেক চেয়ারম্যানদের অনুরোধে মসজিদের সম্প্রসারণের জন্য ১ শতক জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, “মসজিদ সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। সকলের সহযোগিতায় পবিত্র স্থানগুলোকে আরও সমৃদ্ধ ও কল্যাণময় করা সম্ভব। আল্লাহ আমাদের সেই তাওফিক দিন।”
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নিজেকে প্রস্তুত করে যাচ্ছি। উন্নয়ন ও কল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। সবাইকে নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ সুন্দরগঞ্জ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, সিন্টু সরদার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার প্রশাসক মরহুম আজিজার রহমান সরদারের ছেলে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
আরও পড়ুন:








