বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, “যে গণতন্ত্রের জন্য ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণতন্ত্র এখনো ধরাছোঁয়ার বাইরে। ২০২৪ সালে ফ্যাসিবাদী শাসনের পতনের পর আমরা আশা করেছিলাম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের তারিখ ঘোষণায় রাজনীতিতে স্বাভাবিকতা ফিরছে এবং গণতন্ত্রের বাতাস বইতে শুরু করেছে।”
শনিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা দলের যৌথ আয়োজনে ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি শেখ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি খুলনা মহানগরের সভাপতি অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








