রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বিস্ফোরক মামলার আসামি আল আমিন প্রকাশ্যে, দ্রুত গ্রেপ্তারের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৭:৪১

আপডেট: ৯ আগস্ট, ২০২৫ ১৭:৪৩

শেয়ার

বিস্ফোরক মামলার আসামি আল আমিন প্রকাশ্যে, দ্রুত গ্রেপ্তারের দাবি
ছবি সংগৃহীত

বিস্ফোরক আইনে দায়ের করা মামলার নামীয় আসামি আল আমিন প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে এখনও গ্রেপ্তার করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আল আমিন হোসেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসুদেবকোল বুদারচর গ্রামের আয়নাল হকের ছেলে। গত বছরের ৩১ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী মহল্লায় গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগে আল আমিনসহ একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। হামলায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং আব্দুর রহিমকে মারধরের পর থানায় নিয়ে রাজনৈতিক হত্যা মামলায় চালান দেওয়া হয়।

এ ঘটনায় গত ২৯ জুলাই সদর থানায় মামলাটি দায়ের করেন আব্দুর রহিম। মামলায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাসসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মামলার আসামি হওয়া সত্ত্বেও আল আমিন স্বাভাবিকভাবে এলাকায় অবস্থান করছেন এবং তার ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে অবৈধ ইটভাটা পরিচালনা, তিন ফসলি জমিতে পুকুর খনন, বালু ব্যবসা ও অন্যান্য অনিয়মেরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আল আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



banner close
banner close