রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৬:৩৯

শেয়ার

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: বিএনপি মহাসচিব
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর কাকরাইলের উইলন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‌আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন।

এই সময় পুরো মিলনায়তনে করতালি দিয়ে চিকিৎসকরা তারেক রহমানকে অভিনন্দন জানাতে থাকেন।

ওষুধ নীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ওষুধ নীতি বিশেষ করে যারা ওষুধ তৈরি করেন তারা দুইদিন আগে আমার কাছে এসেছিলেন, সেখানে চরম সংকট চলছে। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা বা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই যে বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে।



banner close
banner close