ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় জনতা আটক করেছে। এ সময় তার সঙ্গে আরও তিনজন দালালও আটক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রিয়াজ উদ্দিনসহ চারজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে সীমান্ত এলাকায় অবস্থানরত স্থানীয়রা তাদের ধাওয়া করে আটক করে ফেলে। পরে তাদের মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালদের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








