রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আন্দালিভ রহমান পার্থ সুস্থ রাজনীতির প্রতীক: খলিলুর রহমান

পটুয়াখালী প্রতিনিধি:

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৪:৩৯

শেয়ার

আন্দালিভ রহমান পার্থ সুস্থ রাজনীতির প্রতীক: খলিলুর রহমান
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. খলিলুর রহমান বলেছেন, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির প্রতীক ও ধারক-বাহক। তিনি একটি সুন্দর, সুশাসিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তাঁর বিশ্বাস, সৎ ও যোগ্য মানুষ রাজনীতিতে না এলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই ভালো মানুষ ও তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শহরের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান আরও বলেন, “কোনো অপরাধীর পূর্ণবাসন বিজেপিতে হবে না। জননেতা আন্দালিভ রহমান পার্থ চাইলে গত ১৭ বছরে একাধিকবার এমপি বা মন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে থেকেছেন। তাঁর রাজনীতি হলো সৎ মানুষদের রাজনীতিতে যুক্ত করা। আসুন, আলোর পথে একসাথে এগিয়ে গিয়ে জননেতা আন্দালিভ রহমান পার্থের হাতকে শক্তিশালী করি এবং দেশ গড়ি।”

পটুয়াখালী জেলা বিজেপির আহ্বায়ক মো. শামসুদ্দোহা (শাওন)-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নাহিয়ান (রুমি)-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জুলফিকার হাসান (আসিফ), মো. রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক এম.এ. ওয়ারেজ, ডা. সাইফুল আরেফিন, মো. হাসিবুল হাসান (হাসিব), মো. জোবায়ের হোসেন (বিজয়), মো. মানিক খান, মো. সোহান মৃধা প্রমুখ।

সভায় দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close