রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুমিল্লায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী যুবলীগ নেতা ফরিদ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৪:০৪

শেয়ার

কুমিল্লায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী যুবলীগ নেতা ফরিদ গ্রেফতার
ছবি সংগৃহীত

কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামীকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। শুক্রবার দিবাগত রাতে অভিযানটি শেষ করে র‍্যাব-১১, সিপিসি-২।

গ্রেফতারকৃত আসামী শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।

শনিবার (৯আগষ্ট) সকাল ১১টায় কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় র‍্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান প্রতিবেদককে জানান, নাঙ্গলকোট বক্সগন্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশ পরম্পরায় ৮০ বছরের একটি বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।

এ ঘটনার রেশ ধরে গেলো ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজি অটোরিকশাতে তুলে নিয়ে আওয়ামী সমর্থিত সন্ত্রাসীরা আলাউদ্দিনকে হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ ইউপি মেম্বার আলাউদ্দিনকে নাঙ্গলকোর্ট স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।

পরে এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রধান আসামী ছিলেন শেখ ফরিদ।

র‍্যাব সূত্রে জানা যায়- শনিবার দুপুরের মধ্যে আটককৃত আসামী শেখ ফরিদকে নাঙ্গলকোট থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে। অন্যান্য আসামীরা হলেন-আলীয়ারা গ্রামের সালেহ আহমেদ এর পুত্র নুরুউদ্দিন, দুলাল মিযার পুত্র রিযাদ, জালাল আহমেদ এর পুত্র সজিব ও ইউনুসসহ অজ্ঞাত ১০/১২ জন।



banner close
banner close