নির্বাচন পদ্ধতি পরিবর্তনে বিএনপি কোনো যুক্তিযুক্ত কারণ দেখে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
নির্বাচন বিলম্বিত করতেই কিছু কিছু দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির কথা বলছে বলেও জানান হাফিজ উদ্দিন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ নিজেদের শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে হত্যা গুম খুনসহ এক বিভিষিকাময় রাজত্ব কায়েম করেছিলো। তাদের নেত্রী মুখে সুন্দর সুন্দর কথা বললেও লুটপাটে বিশ্ব রেকর্ড করে গেছেন। সাধারণ মানুষ ভোটের বাক্সের কখনো নাগাল পায়নি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
হাফিজ উদ্দিন আরও বলেন, বিএনপি আন্দোলন করেছে ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন।
আরও পড়ুন:








