জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বিজয় র্যালি ও গণমিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বেলকুচি আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরনগর স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালি ও গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এছাড়া বক্তব্য দেন তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক মণ্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান সরকার, নুরুল ইসলাম গোলাম, গোলাম আজম, আলতাফ হোসেন, বনি আমিন, রেজাউল করিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন:








