রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হাজতখানায় সন্তানের সাথে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, দুই পুলিশ সদস্য ক্লোজড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১১:৫৬

শেয়ার

হাজতখানায় সন্তানের সাথে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, দুই পুলিশ সদস্য ক্লোজড
ছবি সংগৃহীত

হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজিরার জন্য আনা ছাত্রলীগ নেতার কোলে নবজাতক সন্তানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে দায়িত্বে গাফিলতির অভিযোগে ক্লোজড করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে তাদেরকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন, হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার আদালতে হাজিরার জন্য জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে হাজতখানায় রাখা হয়। এ সময় জাকির হোসেনের স্ত্রী তাদের সদ্যোজাত সন্তানকে নিয়ে হাজির হন। জাকির তার সন্তানকে কোলে নেওয়ার অনুমতি চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সেই সুযোগ দেন। মুহূর্তটি কেউ মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জাকির হোসেনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।



banner close
banner close