রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শিবগঞ্জে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ২১:১৯

শেয়ার

শিবগঞ্জে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও সমাবেশ
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‌্যালিটি শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা ডিগ্রি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। তিনি বলেন, “এই দিনে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। শহীদদের রূহের মাগফিরাত কামনা করি।” তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আশরাফুল হক। এছাড়াও সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান।



banner close
banner close