রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শরীয়তপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ২০:৪৩

শেয়ার

শরীয়তপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকেলে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকা সংলগ্ন স্থানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম ও আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আফজাল হোসেন, বিএনপি নেতা সরদার চান মিয়া, অ্যাডভোকেট এনামুল হক এনাম, আলী আজগর কাজী, সাবেক ছাত্রনেতা ইলোরা হাওলাদার, যুবদল নেতা খোকন মোল্লা, আজাদ মাল, ছাত্রনেতা পান্থ তালুকদারসহ আরও অনেকে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সফিকুর রহমান কিরণ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাওয়ার প্রত্যাশা করছি, যা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। গত ১৫ বছরে স্বৈরাচারী হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে। আজ আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শাসক ফিরে না আসে, সেদিকে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।”



banner close
banner close