ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলা বিএনপি বিজয় মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ এবং সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর ছবুর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয় নতুন সূর্য। বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও দুই হাজারেরও অধিক শহীদের আত্মদানে রচিত হয়েছিল নতুন ইতিহাস। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুহাম্মদ মহসিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম আয়ুব, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এডিশনাল পিপি অ্যাড. শওকত ওসমান সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন:








