জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আয়োজনে পুরান বাজার মোড় থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লাসহ র্যালিতে অংশ নেন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল গণতন্ত্র রক্ষার আন্দোলনের গুরুত্বপূর্ণ মাইলফলক।#
আরও পড়ুন:








