রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নির্বাচনের অপেক্ষায় দেশের মুক্তিকামি ছাত্র জনতা: ময়ূন

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৪:২৫

শেয়ার

নির্বাচনের অপেক্ষায় দেশের মুক্তিকামি ছাত্র জনতা: ময়ূন
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী রক্ত দিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 'আওয়ামী ফ্যাসিবাদের পতন' ও 'ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি' উপলক্ষে মৌলভীবাজার সদর ও পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, “গত বছরের এই দিনে জনগণ আওয়ামী একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ আমরা আবারও শপথ নিচ্ছি—নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা করব।”

তিনি আরও বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারের নামে সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে। যতটুকু পারেন করুন, বাকিটা করবে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার।”

সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ্ব এম এ মুকিত, অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, মো. ফখরুল ইসলাম, বকসী মিসবাহউর রহমান, অ্যাডভোকেট বকসী যুবায়ের আহমদ, মনোয়ার আহমেদ রহমান, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন প্রমুখ।

বিজয় শোভাযাত্রায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১৩টি ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও রাজনৈতিক স্লোগানে রাজপথ মুখর করে তোলেন তারা। বিএনপি নেতারা এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।



banner close
banner close