৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিজয় মিছিল ও র্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।
বক্তারা বলেন, ৫ আগস্ট দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন প্রতিরোধের পথ রচনা করে। তারা বলেন, জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসনের উত্থান মেনে নেবে না। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনবে—এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আরও পড়ুন:








