রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে জীবননগরের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১২:৩৯

আপডেট: ৬ আগস্ট, ২০২৫ ১২:৪৯

শেয়ার

 
হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে জীবননগরের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর
ছবি সংগৃহীত

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর থানার মো. রুবেল হত্যা মামলায় চুয়াডাঙ্গার জীবননগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (৪ আগস্ট) ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একটি টিম।

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল আনুমানিক ১১ টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদ মিছিল বের করে।

এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন।

গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৭ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ফাসিস্ট শেখ হাসিনাও আসামী।



banner close
banner close