রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বার্লিনে বিএনপির বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ০৯:১৮

শেয়ার

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বার্লিনে বিএনপির বিজয় র‍্যালি
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বার্লিনে বিজয় র‍্যালি ও উৎসবের আয়োজন করেছে জার্মান বিএনপি।

মঙ্গলবার বিকেলে বার্লিন শহরের একটি মিলনায়তনে দুই পর্বে অনুষ্ঠিত এ আয়োজনে ছিলো রাজনৈতিক আলোচনা, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজনের সূচনা হয় এক আনন্দ র‍্যালির মাধ্যমে। পরে মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব। অনুষ্ঠান পরিচালনা করেন জার্মান বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান। শুভেচ্ছা বক্তব্য দেন বার্লিন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারি।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া বলেন, ‘অনেক আত্মত্যাগ ও দীর্ঘ সাধনার পর আজ আমরা এই জুলাই মাসকে বিজয়ের মাস হিসেবে উদযাপন করছি। এটি আমাদের জন্য গর্বের। আমরা আজ মুখ খুলে কথা বলতে পারছি, আনন্দ করতে পারছি, এটি শহীদদের আত্মত্যাগের ফসল।’

এছাড়াও বক্তব্য দেন বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার ও জার্মান বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহ আলম, জার্মান বিএনপির সাবেক সহ সভাপতি রেজাউল কাজি সাইদ, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ প্রমুখ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



banner close
banner close