রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ০৫:১৩

শেয়ার

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল
১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল

১২ দলীয় জোটে যুক্ত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)’ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটবে। একই সঙ্গে ১২ দলীয় জোটে যোগদানের বিষয়টিও সেখানে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেয় ১২ দলীয় জোট। ফলে জোটে একটি দলের সংখ্যা কমে যায। বুধবার ইউএলপি যুক্ত হলে সেই সংখ্যাটি পূর্ণ হবে।

বিভিন্ন সূত্রের দাবি, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় ২১ জুলাই দলটিকে (জাগপা) ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই লায়ন ফারুক রহমান মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে ইউনাইডেট লেবার পার্টি বা ইউএলপি নামে আলাদা দল গঠন করেছেন। তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।

সূত্র আরও জানায়, বুধবার জাতীয় প্রেস ক্লাবে ইউএলপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ

ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছর ধরে লেবার পার্টির সঙ্গে থেকে রাজনীতি করছেন তিনি। দলটির ভাইস চেয়ারম্যান মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। একাধিক রাজনৈতিক মামলায় দীর্ঘ মাস একাধারে কারাবরণ করে কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন। এসব কারণেই লেবার পার্টি ছেড়েছেন বলে দাবি তার।

তিনি আরও জানান, শুরু থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তার পরিবারেও বিএনপির রাজনীতির সক্রিয়তা রয়েছে। বড় ভাই তরিকুল ইসলাম নজিবুল পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং ছোট ভাই মো. তৌহিদুল ইসলাম পিরোজপুর পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।



banner close
banner close