রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ২১:৪১

শেয়ার

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল
ছবি বাংলা এডিশন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের যৌথ উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ড. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম মাস্টারসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

নেতারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে অবস্থানের শিক্ষা দেয়।” তারা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলন আরও বেগবান করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকেই আমাদের প্রেরণা নিতে হবে।”

মিছিলে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়।



banner close
banner close