রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আশুগঞ্জে এসিল্যান্ড অফিসে অনুষ্ঠান নিয়ে বিরোধ, এনসিপির ৪ নেতার নামে জিডি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ২১:৩১

শেয়ার

আশুগঞ্জে এসিল্যান্ড অফিসে অনুষ্ঠান নিয়ে বিরোধ, এনসিপির ৪ নেতার নামে জিডি
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ভেতরে অনুমতি ছাড়া অনুষ্ঠান করার চেষ্টা এবং বেড়া ভাঙচুরের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতাসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে বিকেলে এসিল্যান্ড আশুগঞ্জ থানায় জিডি দায়ের করেন।

তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা এসিল্যান্ড কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি টানিয়ে দেয়। পরবর্তীতে নিরাপত্তার জন্য স্থানটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়।

মঙ্গলবার এনসিপি নেতারা ওই বেড়া ভেঙে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দোয়া মাহফিল ও ‘জুলাই মঞ্চ’ করতে চেয়েছিলেন। পূর্ব অনুমতি না থাকায় এসিল্যান্ড তাদের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। অভিযোগে বলা হয়েছে, এ সময় এনসিপি নেতারা এসিল্যান্ডকে হুমকি দেন এবং মব সৃষ্টির চেষ্টা করেন।

তবে এনসিপির আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা শুধু মিলাদ মাহফিল করতে গিয়েছিলাম। কোনো ভাঙচুর বা দুর্ব্যবহার করিনি।”

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, “সরকারি অফিসে অনুমতি ছাড়া কোনো দলীয় অনুষ্ঠান করা যাবে না। এনসিপির জেলা কমিটির এক নেতা ফোনে অনুমতি চাইলে তা দেয়া সম্ভব নয় বলে জানিয়েছি। পরে তারা অনুমতি ছাড়াই অনুষ্ঠান করেছে।”



banner close
banner close